পুস্তিকাপঞ্জিঃ ০২

তারিখঃ ০৯ নভেম্বর ২০১৬

[ পড়িবার সময়কালঃ ২০ থেকে ৩১ অক্টোবর ২০১৬ ]

[ ১ঃ মিসির আলি অমনিবাস – হুমায়ুন আহমেদ:]

মিসির আলি পড়া মানে বাস্তব আর পরাবাস্তব এর মধ্যে ঘুরপাক । গল্পগুলির শেষ পর্যন্ত না গিয়ে বোঝার উপায় নাই যে আমি বাস্তবে আছি না পরাবাস্তবে । একটি কথা খুব ভালো লাগলো – ” নিঃসঙ্গতা অনেক সময় সব চেয়ে বড় সঙ্গী । ” হুমায়ুন আহমেদের সবচেয়ে বড় শক্তি হল যে পাঠককে শেষ পর্যন্ত টানিয়া লইয়া যাবার সহজাত ক্ষমতা ।

[২ঃ Family Wisdom – Robin Sharma ]

এই প্রথম কোন ইংলিশ বই পড়িয়া চোখে পানি আসিল। কাজ এবং পরিবার এ দুটোর মধ্যে সমন্বয় সত্যি কঠিন হয়ে দাঁড়িয়েছে । এই প্রসঙ্গে THE INTERN মুভিটার কথা না বলিলেই নয় । আমরা যারা টেকনোলজি নিয়ে কাজ করি তাদের এখান হইতে অনেক কিছুই লইবার আছে বৈকি।
[ ৩ঃ হাবলুদের জন্য প্রোগ্রামিং – ঝংকার মাহবুব ]

এই সময়ের ছেলে পেলে যে মহাদুষ্টু তা এই বই পড়িলে হাড়ে হাড়ে টের পাবেন । এও আবিষ্কার করবেন এরা যেমন দুষ্টু তেমনি আবার কাজেরও । প্রোগ্রামিং এর কঠিন ব্যাপার গুলি কি সহজ ভাবেই না শিখানো সম্ভব । চা এবং মুড়ি চানাচুর খাইতে খাইতে দেখবেন আপনারও প্রোগ্রামিং কেমন সহজ সহজ লাগছে ।

[ ৪ঃ গবেষণায় হাতেখড়ি – রাগিব হাসান ]

চমৎকার একটি বই । তাদের জন্য যারা থিসিস পেপার লিখতে , গবেষণা পত্র লিখতে এবং বাইরে উচ্চ শিক্ষা নিতে চান বেশ কাজে লাগিবে ।

[ ৫ঃ The Leadership of Muhammad – John Adair ]

“On a journey the leader of a people is their servant” – Muhammad(Sm).
এই একটি কথাই যদি আমরা আমদের নিজ নিজ কর্ম ক্ষেত্রে, নিজ নিজ সীমানায়, নিজের পরিবারে, দেশ পরিচালনায় প্রয়োগ করি তাহলে কী অপূর্ব ঘটনাই না ঘটিত ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *