উইপোকাঃ বইপোকা


তারিখঃ ১৬ অক্টোবর ২০১৬ হুমায়ুন আহমেদ তাঁর ‘হিজিবিজি’ বইয়ে এক জায়গায় লিখেছেন । উইপোকা তাঁহার বই কাটিতেছিল । এই ওষুধ, সেই ওষুধ দিলেন, এমনকি তন্ত্র, মন্ত্র চলিল। কিন্তু উইপোকার বংশ শুধু বাড়িতেই লাগিল। বই পড়িতে থাকিলে বইয়ের ভাবনা, ঘটনা, চরিত্র, এমনকি কিছু কিছু ডায়লগ মাথায় পোকা হইয়া ঘুরিতে থাকে । যেমন একটি বইয়ে পড়িলাম John…

তারিখঃ ১৬ অক্টোবর ২০১৬

হুমায়ুন আহমেদ তাঁর ‘হিজিবিজি’ বইয়ে এক জায়গায় লিখেছেন । উইপোকা তাঁহার বই কাটিতেছিল । এই ওষুধ, সেই ওষুধ দিলেন, এমনকি তন্ত্র, মন্ত্র চলিল। কিন্তু উইপোকার বংশ শুধু বাড়িতেই লাগিল।

বই পড়িতে থাকিলে বইয়ের ভাবনা, ঘটনা, চরিত্র, এমনকি কিছু কিছু ডায়লগ মাথায় পোকা হইয়া ঘুরিতে থাকে । যেমন একটি বইয়ে পড়িলাম John Adair সাহেব বলিয়াছেন – It is never too late to learn. কথাটি মাথায় পোকার মত সুড়সুড়ি দিতেছে । মাসউদুল হক (Masudul Haq) ভাইয়ের “দীর্ঘশ্বাসেরা হাওড়ের জলে ভাসে ” এক তৃত্রিয়াংশ পড়েছি । তবারাক, ডাক্তার সাহেব, মাস্টার, আখের চরিত্রগুলি পোকা হইয়া মাথায় ঘুরিতেছে । আখেরের আখেরে (শেষে) কি আছে জানিতে ইচ্ছা করিতেছে । শিবরাম চক্রবর্তীর সরস গল্পগুলিও পোকা হইয়া কুটকুট করিতেছে । সৈয়দ হকের ” মার্জিনে মন্তব্য ” এর কঠিন মন্তব্য গুলি মাথায় পোকার মত কামরাইতেছে। ‘ নিষিদ্ধ লোবানে ‘ বলিয়াছেন – ” মানুষ মৃত্যুর পর ভারি হয়ে যায় । আত্মাই মানুষকে লঘু রাখে । ” ইহাও পোকার মত যন্ত্রণা দিতেছে ।

” নিষিদ্ধ লোবানে ‘ বলিয়াছেন – ” মানুষ মৃত্যুর পর ভারি হয়ে যায় । আত্মাই মানুষকে লঘু রাখে । ”

এখন বুঝিলাম বই না পড়িয়া জমাইয়া রাখিলে বইয়ের পোকাগুলি উইপোকা হইয়া যায়। এবং অভিমানে বই কাটিতে থাকে।


kholakash Avatar


More Articles & Posts

13 responses to “উইপোকাঃ বইপোকা”

  1. online order androxal cheap pharmacy

    order androxal low cost

  2. low cost enclomiphene sun druggist

    how to buy enclomiphene buy in australia

  3. get rifaximin generic australia

    ordering rifaximin without a rx

  4. purchase xifaxan australia buy online

    buying xifaxan generic version

  5. staxyn without prescription

    buy cheap staxyn generic equivalent

  6. purchase avodart generic name

    cheapest buy avodart cheap prices

  7. prix le plus bas kamagra canada

    usa phizer marque hame kamagra de phizer

  8. discount dutasteride generic usa

    purchase dutasteride buy online australia

  9. purchase flexeril cyclobenzaprine generic for sale

    flexeril cyclobenzaprine toronto canada

  10. Online overnight shipping gabapentin

    gabapentin no rx saturday delivery

  11. purchase itraconazole generic sale

    buy itraconazole canada price

  12. kamagra 800 na objednání

    kamagra online recepty bez členství

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *