দিনপঞ্জিঃ ০২


তারিখঃ ১৯ অক্টোবর ২০১৬ বাংলাদেশে Negotiation মানে কি করিয়া চাপাইয়া এবং চিপিয়া Vendor/Supplier কে পরাজিত করা যায়। অথচ প্রোজেক্ট ম্যানেজমেন্টের গুরু এবং মহিলা গুরুরা বলিয়াছেন Negotiation হওয়া উচিত win-win situation এ । যেন উভয় পক্ষ্মই খুশি মনে Negotiation রুম থেকে বের হয় । আরেকটি নতুন সংস্কৃতি Corporate এ দেখিতে পাই যাহা আমাকে বড় ব্যথিত করে।…

তারিখঃ ১৯ অক্টোবর ২০১৬

বাংলাদেশে Negotiation মানে কি করিয়া চাপাইয়া এবং চিপিয়া Vendor/Supplier কে পরাজিত করা যায়। অথচ প্রোজেক্ট ম্যানেজমেন্টের গুরু এবং মহিলা গুরুরা বলিয়াছেন Negotiation হওয়া উচিত win-win situation এ । যেন উভয় পক্ষ্মই খুশি মনে Negotiation রুম থেকে বের হয় ।

আরেকটি নতুন সংস্কৃতি Corporate এ দেখিতে পাই যাহা আমাকে বড় ব্যথিত করে। – তাহা হইলো Vendor কে শ্রমিক শ্রেণি মনে করা । এবং উপযুক্ত সম্মান না দেয়া। Dont forget, “They are knowledge workers in todays knowledge based economy”. Vendor কে অনেকেরই key Stakeholder / Partner ভাবিতে প্রবল আপত্তি । অথচ তাহার উপর নির্ভর করিয়াই আমি চাহিতেছি আমার KPI পূরণ করিতে এবং নতুন নতুন বিজনেস ভ্যালু সৃষ্টি করিতে ।

আপনি যেমন আপনার Organization এর ভালো চান । সার্ভিস দাতাও চায় আপনার জয় দেখিতে। কারণ আপনার জয় মানে তো তাহারই জয়।


kholakash Avatar


More Articles & Posts

12 responses to “দিনপঞ্জিঃ ০২”

  1. androxal shipped overnight no prescription

    order androxal price by pharmacy

  2. How to get a rifaximin perscription

    discount rifaximin generic buy online

  3. commande en ligne kamagra sans abonnement livraison le lendemain

    prix le plus bas au kamagra

  4. how to order enclomiphene usa online pharmacy

    online order enclomiphene generic europe

  5. Buy flexeril cyclobenzaprine online

    get flexeril cyclobenzaprine cheap uk buy purchase

  6. over the counter sales of dutasteride in ireland

    how to buy dutasteride real price

  7. purchase gabapentin generic side effect

    cheap gabapentin generic is it safe

  8. discount fildena buy safely online

    order fildena generic is good

  9. buy itraconazole generic information

    get itraconazole purchase online canada

  10. staxyn cod

    buy staxyn france where to buy

  11. cheap avodart generic tablets

    purchase avodart cheap with prescription

  12. kamagra online objednávky

    levné kamagra bez lékařského předpisu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *