সবুজ আমায় কেন এত টানে
সবুজে অবগাহন
আমার চিত্ত, আমার চক্ষু জুড়ায়
সবুজ আমার মনকে
কেন এত নাড়ায়, কেন এত জড়ায় ?
সবুজ, আহা, মন চায় আলিঙ্গন করিবার । প্রেমে পড়িবার ।
মন নাচে চঞ্চল, পুলকিত চিত্ত
মেটে না ক্ষুধা, এ কী অপরূপ সুধা
ওগো সবুজ প্রকৃতি
আমায় জড়ায়ে লওগো, আমায় ভালোবাসো ।
Leave a Reply