না বলা বলে, বলা: “বৃষ্টি..”


বৃষ্টি পড়ে টাপুর টুপুরমনের মাঝে বাজে নূপুররিম ঝিম রিম ঝিম বাজনাও প্রকৃতি আজ নতুন সাজে সাজনা । বৃষ্টি পড়ে ঝুপ ঝাপচারিদিকটা চুপ চাপআন মনা এই মনের মাঝেরিম ঝিম ঝিম নূপুর বাজে । শন শন বাতাস বয়কানে কানে কিযে কয়আনমনা এই মনের মাঝেতুমি আসো নতুন সাজে । টিপ টিপ টিপ টিপ বর্ষায়মন দোলে, দোলে মনএই বেলা…

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মনের মাঝে বাজে নূপুর
রিম ঝিম রিম ঝিম বাজনা
ও প্রকৃতি আজ নতুন সাজে সাজনা ।

বৃষ্টি পড়ে ঝুপ ঝাপ
চারিদিকটা চুপ চাপ
আন মনা এই মনের মাঝে
রিম ঝিম ঝিম নূপুর বাজে ।

শন শন বাতাস বয়
কানে কানে কিযে কয়
আনমনা এই মনের মাঝে
তুমি আসো নতুন সাজে ।

টিপ টিপ টিপ টিপ বর্ষায়
মন দোলে, দোলে মন
এই বেলা সারাখন ।
অপেক্ষায় , তুমি আসবে কখন।

বিদ্যুতের তর্জনে গর্জনে
হঠাৎ আলোর ঝিলিকে
মনে হয় তুমি উঁকি দিয়ে গেলে মিলিয়ে ।
প্রাণ জুড়ানো শীতল বাতাস বিলিয়ে ।

মনটা উদাস
একা, একাকী বাস ।
তবু নিঃশ্বাস
আছো তুমি এই বিশ্বাস ।


kholakash Avatar


More Articles & Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *