অপদার্থ, হোপলেস, এবং একটি ভালবাসার গল্প


মজিদ সাহেব বেশ মনক্ষুণ্ণ হলেন । সেই তারাবির নামাজের পর ঢাকা থেকে গ্রামের বাড়ীর উদ্দেশ্যে (উলিপুর, কুড়িগ্রাম) রওনা দিয়েছেন । লম্বা জার্নি, এই অসুস্থ শরীরে একটু বেশিই না হয় ঘুমিয়ে পড়েছিলেন। তাই বলে ওনাকে একা গাড়িতে রেখে সবাই সেহরি খেতে চলে গেলো । ওনার ঘুম সারাজীবনই খুব হালকা । এক ডাকেই, ওনার ঘুম ভাঙ্গে ।…

মজিদ সাহেব বেশ মনক্ষুণ্ণ হলেন । সেই তারাবির নামাজের পর ঢাকা থেকে গ্রামের বাড়ীর উদ্দেশ্যে (উলিপুর, কুড়িগ্রাম) রওনা দিয়েছেন । লম্বা জার্নি, এই অসুস্থ শরীরে একটু বেশিই না হয় ঘুমিয়ে পড়েছিলেন। তাই বলে ওনাকে একা গাড়িতে রেখে সবাই সেহরি খেতে চলে গেলো । ওনার ঘুম সারাজীবনই খুব হালকা । এক ডাকেই, ওনার ঘুম ভাঙ্গে । গাড়ির দরজা জানালা সব আটকানো । চীৎকার করে ডাকলেও আশে পাশের কারো শোনার উপায় নেই। দেখে মনে হচ্ছে রংপুর-বগুড়া হাইওয়ের আশে পাশেই আছেন । বড় ছেলেটা আসলেই একটা অপদার্থ, হোপলেস । [ মজিদ সাহেব রেগে গেলে সাধারণত এই ভাবেই নিজের কাছের মানুষদের তিরস্কার করেন ]

মজিদ সাহেবের বড় ছেলের উপর সাধারণত উনি রাগতে পারেন না। সংসারের খুব টানাটানি আর অভাবের সময় বড় ছেলের জন্ম। খেয়ে না খেয়ে ছোটবেলাটা পার করেছে । ছেলেটা সেই ছোট থেকেই চুপচাপ, শান্তশিষ্ট, লাজুক মুখে সব সময় লেগে থাকে হাসি । ছেলে কখনো নিজ থেকে কিছু আবদার করেছে মনে করতে পারলেন না । যা দিতে পেরেছেন তাতেই ছেলে খুশি । ওনার বাকি দু’ ছেলেমেয়ের উনি নাম ধরে ডাকেন । কিন্তু বড় ছেলেকে কদাচিৎ নাম ধরে ডাকলেও, সাথে ‘ বাবা ‘ শব্দটা ব্যবহার না করলে শান্তি পান না । কিন্তু ছেলে এমন মুখচোরা; ছেলের মুখে ‘ আব্বা ‘ ডাকটা শুনতেও অপেক্ষায় থাকতে হয় অনেক। লাজুক লাজুক ভঙ্গিতে কোন সম্বোধন ছাড়াই কথা শুরু করবে । অপদার্থ কোথাকার।

কিছুদিন আগেও বড়ছেলের সাথে রাগ করে ঢাকা ছেড়ে রংপুরে থিতু হলেন। কিছুদিন পরেই ছেলের ফোন । এমন কথা বললো, চোখে পানি এসে গেলো। মসজিদে ছিলেন, বাসায় এসে ছেলের মাকে বললাম – সব গোছাও, কালকেই ছেলের বাসায় যাবো ।

আজকে দুপুর বেলা মডার্ন হাসপাতালের ICU তে যখন ওনার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিলো, ডাক্তাররা ছোটাছুটি করতে লাগলো । আমার ডাক্তার ছেলে ( ছোট ছেলে ) হন্তদন্ত হয়ে আমার বিছানার কাছে এসে দাড়াল । মনিটরে দেখাচ্ছে দ্রুত অক্সিজেন লেভেল নামছে । বড় ছেলেকে পাওয়া যাচ্ছে না আশে পাশে । আমিও অপেক্ষা করতে পারছিনা, প্রচণ্ড ঘুম আমাকে তলিয়ে নিয়ে যাচ্ছে । নাহ অপদার্থ ছেলেটাকে মনে হয় শেষ দেখা হবে না ।

এমন সময় বড় ছেলে শান্তভাবে ICU তে ঢুকে বাবার ডানহাতটা তার ডানহাতে নিয়ে বাবার মুখের দিকে অবিচল, নিঃস্পৃহ ভাবে তাকিয়ে রইলো । মজিদ সাহেবের মনটা এখন একটু হালকা লাগছে, সুখী সুখী বোধ হচ্ছে। চাইলেন চোখ মেলে প্রাণভরে তার দুই ছেলেকে দেখেন । কিন্তু এমন গাঢ় ঘুম, কোন ভাবেই চোখ মেলে তাকাতে পারলেন না। অক্সিজেন মাপক মনিটরের গ্রাফ সরল রেখায় এসে বীপ বীপ শব্দ করতে লাগলো ।

ছেলের পায়ের আওয়াজ পাচ্ছেন মনে হচ্ছে । হ্যাঁ তাইতো । এতো তাড়াতাড়ি সেহরি খাওয়া হয়ে গেলো । ছেলেটা ঠিকমত খেলোও না । মজিদ সাহেবের মনটা আবার ভালো হয়ে গেলো । অপদার্থটা কাছাকাছি থাকলেই ওনার মনটা কেন জানি ভালো হয়ে যায় ।

লাশবাহি গাড়ির পিছনের হুড খুলে মজিদ সাহেবের বড় ছেলে শহীদ বাবার কফিনের পাশে বসলো । গাড়ি আবার গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে লাগলো। কফিনের উপর দিয়ে বাবার হাতে হাত রেখে বলল – ” আমি দুঃখিত বাবা । তোমাকে ছাড়া খেতে যাবার জন্য । জীবনের সব জার্নিতে তুমিই আমাকে নিয়ে গেছো, পথ দেখিয়েছ । এই প্রথম কোন জার্নিতে তোমাকে আমি নিয়ে যাচ্ছি বাবা । “

তারিখঃ ২১ জুন ২০১৭, ১৩২৩ মিরপুর ডিওএইচএস, ঢাকা


kholakash Avatar


More Articles & Posts

13 responses to “অপদার্থ, হোপলেস, এবং একটি ভালবাসার গল্প”

  1. how to buy enclomiphene price generic

    buying enclomiphene generic cheapest

  2. quels effets secondaires pouvez-vous obtenir en prenant kamagra

    acheter kamagra sans ordonnance pilule contraceptive

  3. androxal usa overnight delivery

    online order androxal australia buy online

  4. cheapest buy flexeril cyclobenzaprine buy in london

    buy flexeril cyclobenzaprine purchase england

  5. buy cheap dutasteride spain over the counter

    buy cheap dutasteride price at walmart

  6. buy cheap gabapentin generic mastercard

    Buy gabapentin with no perscription

  7. online order fildena generic online canada

    purchase fildena lowest cost pharmacy

  8. cheapest place to buy staxyn online

    cheap staxyn price discount

  9. cheap itraconazole generic in united states

    buying itraconazole online mastercard accepted

  10. generic version for avodart

    can you get avodart over the counter

  11. get xifaxan cheap no prescription

    discount xifaxan price from cvs

  12. get rifaximin no rx needed

    buy rifaximin on line without a prescription

  13. kamagra kanadská lékárna

    obecný kamagra bez lékařského předpisu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *