আমরা দুই হতভাগা । পাশাপাশি আমাদের অফিস । শুনে ছিলাম বিজনেস করে মানুষ ফুলিয়া ফাঁপিয়া ওঠে । আমাদের অবস্থা হল উল্টো, বিজনেস (Business) করে শুধু বিজিনেসই (Busy ness) বেড়েছে । দুজনেই শুকাইয়া-লুকাইয়া গেছি / আছি । ‘শুকাইয়া গেছি’ কেন তা নিশ্চয়ই বুঝেছেন । আর ‘লুকাইয়া আছি’ কেন তাও ‘অনেকেই’ বোধহয় ইতিমধ্যেই ধরে ফেলেছেন ।
সেদিন মিছিল মিটিং শেষ করে যখন সন্ধ্যায় ফিরছি দেখি মিনহাজ ( Minhaj Majumder ) ভাই গম্ভীর মুখে হেলে দুলে দুর্বল পা ফেলে অফিস হতে বের হচ্ছেন । ” কেমন চলছে ” – জিজ্ঞাসায় বললেন — ” অবস্থা এত খারাপ কী আর বলবো ( একটু চিন্তা করে, দীর্ঘ শ্বাস ফেলে … ) , … বলা যায় ভালোই আছি। ” উত্তরটায় এতটাই নাটকীয় ভঙ্গিমা ছিল – আমি হা হা করে না হেসে পারলাম না । গুরুজন বলেছেন – ” যাহারা চরম বিপদেও হাসিতে পারে তাহারাই একদিন … ব্লাহ ব্লাহ ব্লাহ … “
[ (অপ্রাসঙ্গিক) প্রাসঙ্গিক ভাবে বলা দরকার মিনহাজ সাহেব Solution Art নামক সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানির প্রধান কর্ণধার । যিনি ” ই- নথি ” নামাক a2i এর সরকারি অফিস সমূহের জন্য তৈরি করা WorkFlow and Document Management … সর্ববৃহৎ সফটওয়্যার প্রকল্পের ‘ডেভেলপমেন্ট এন্ড ডেপ্লয়মেন্ট’ পার্টনার । উনার খুব ভালো একটি হোটেল ম্যানেজমেন্ট ERP সল্যুশনও আছে ।
অন্যদিকে আমি ডেস্প্রিং লিমিটেড নামক আরেকটি অখ্যাত সফটওয়্যার এবং ট্রেনিং প্রতিষ্ঠানের ছাপোষা ডিরেক্টর ( এতদিন শুনে এসেছেন ছাপোষা কেরানি, এবার …) । ফাইনান্সিং এর অভাবে মুখ থুবড়ে পড়া ডাক্তার সাহেবদের জন্য পাল্স (pulse.com.bd) নামক একটি অ্যাপ্লিকেশান এবং বই প্রেমীদের জন্য আরেকটি উদ্যোগের একমাত্র জ্বলন্ত সাক্ষী । ]
Leave a Reply