অল্পে গল্পে প্রকল্প পরিচালনা – A PROJECT MANAGEMENT FABLE
প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর বাংলায় লেখা বই আমার খুব একটা চোখে পড়েনি। অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম একটা কিছু লিখতে। বইটি একেবারেই অন্যভাবে লেখা। পাঠক কে আমি একটি গল্প শোনাতে চেয়েছি। যে গল্প অনেক পাঠকেই হয়তো ফিরিয়ে নিয়ে যাবে তার ফেলে আসা বর্ণিল শিক্ষা জীবনে, শিক্ষালয়ে। আর নবীন ও তরুণরা-তরুণীরা নিজেদেরকে আবিষ্কার করবেন গল্পের চরিত্র গুলোর মাঝেই। আর এই গল্পের মধ্য দিয়েই আমি শেখাতে চেষ্টা করেছি প্রজেক্ট ম্যানেজমেন্টের সায়েন্স এন্ড আর্টস। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সমীক্ষাতে দেখা যায় “প্রজেক্টে প্রতি ডলারে ১১.৪% নষ্ট হয়ে যায় ভালোভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে না পারায়, অদক্ষতার কারণে[1]”। এবং প্রতিবছর বিশ্বের জিডিপির ১/৫ অংশ খরচ হয় প্রজেক্ট ম্যানেজমেন্টে। এই দুটো তথ্যই যথেষ্ট ভাল প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রকল্প পরিচালনার গুরুত্ব কতটুকু উপলব্ধির জন্য।
প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা যদি আরেকটু ভাল করতে পারতাম তাহলে বিশ্বের ১/৮ জন্যগোষ্ঠী যারা চরম দারিদ্রসীমার নিচে তাদের জন্য আমরা হয়তো অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এর কিছুটা হলেও অবস্থার পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম হতাম।
মানুষ এখনো না খেয়ে দিন কাটায়, সামান্য চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে মারা যায়, শিশুরা, মায়েরা চরম পুষ্টিহীনতায় ভোগে। এই চরম উৎকর্ষতার আধুনিক যুগে এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে ।
দক্ষ প্রকল্প পরিচালনা, দক্ষ প্রকল্প পরিচালক এবং দক্ষ একটি প্রজেক্ট টিম যদি সততা, দৃঢ় লক্ষ্য এবং Sense of Urgency নিয়ে কাজ করে তাহলে এর অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব। সেই প্রত্যাশায় আমার এই “অল্পে গল্পে প্রকল্প পরিচালনা”।
বইটি কিভাবে সংগ্রহ করবেনঃ
(১) যারা আমার অটোগ্রাফসহ বইটি পেতে চান তারা আমাকে বিস্তারিত (নাম, শিপিং এড্রেস, মোবাইল নাম্বার) ইনবক্স করতে পারেন (বইয়ের মূল্য ২৫০ + ৬০ টাকা ডেলিভারি চার্জ, বিকাশঃ 01910500400 [Personal])
(২) রকমারি: https://www.rokomari.com/book/278527/olpe-golpe-prokolpo-porichalona
(৩) ইবইঘর: https://eboighar.com/booksdetails/54885

