All Quiet on the Western Front

ছোট বেলায় ” এরিয়া মারিয়া রেমারক” এঁর “All Quiet on the Western Front” মনে গভীর দাগ ফেলেছিল । সেই সময় আমার ডায়েরিতে একটা প্যারা লিখে রেখেছিলাম, যতবার পড়ি ততোবারই মনটা ভারী হয়ে যায় —

” আমাদের মাথার উপর বৃষ্টি পড়ে, ফ্রন্টে যারা মারা গেলো তাদের উপর বৃষ্টি পড়ে, বাচ্চা ছেলেটার থ্যাতলানো কোমর জুড়ে বৃষ্টি পড়ে, কেমারিখের (বন্ধু) কবরের উপর বৃষ্টি পড়ে । পড়ছে তো পড়ছেই বৃষ্টি, থামাথামি নেই । আমাদের হৃদয় চুইয়ে নামে বৃষ্টির ধারা । বৃষ্টিতে তো প্রকৃতির সমস্ত ময়লা ধুয়ে মুছে চলে যায়, হৃদয়ের ময়লা মুছে যায় না কেন ?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *